শিবগঞ্জে মাদকসেবন করার অপরাধে সাকিম ওরফে ডিপজল (২৫) নামে এক যুবকের তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর কুয়েতপাড়া গ্রামের ইসমাইল ওরফে ইউসুফ। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এ দন্ড প্রদান করেন।
পুলিশ জানায়, সোমবার এসআই এখলাসুরের নেতৃত্বে পুলিশ উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদকসেবনের দায়ে তাকে আটক করে। পরে ভ্রামমাণ আদালতের বিচারক তাকে তিনমাসের সাজা দেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, দুপুরেই দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।