চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন কেজি হেরোইনসহ তৌফিক নামে একব্যক্তিকে আটক করেছে র্যাব রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। আটককৃত যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর হাকিমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত এততাজ মাঝীর ছেলে তৌফিকুল ওরফে তৌফিক (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের গত ২৮ নভেম্বর সকল সাড়ে চারটার দিকে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল হাকিমপুর পশ্চিমপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তৌফিককে আটক করে এবং তার দেয়া তথঢ় থেকে মাটির নিচে পুঁতে রাখা সাড়ে তিন কেজি হেরোইন উদ্ধারা করে।
ঘটনায় সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত তৌফিক কে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।