শিবগঞ্জে ককটেল,ককটেল তৈরীর সরঞ্জাম, দেশীয় অস্ত্র সহ ককটেল তৈরীর কারিগর তরিকুল নামে একজন যুবককে আটক করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা।
বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার পাঁচ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র্যাবের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঈদগাহ মোড়ে অভিযান চালিয়ে ককটেল তৈরীর কারিগর ও মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী গ্রামের মৃত ইয়াসিন আলির ছেলে তরিকুল ইসলাম (২৮)কে আটক করে। আটককৃত তরিকুলের দেয়া তথ্য মতে তরিকুল ইসলামের সরদার সাইদুল ইসলাম ওরফে রানা(৫৫)র গোপন আস্তানায় অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, লোহার তৈরী ১১ টি হাঁসুয়া, কুড়াল সদৃশ দুইটি স্টীলের পাইপ, পাঁচটি চাকু,একটি মোবাইল ফোন,ককটেল তৈরীর কাজে ব্যবহারিত ১৭টি জর্দ্দার খালি কৌটা, বেøডের ভাঙ্গা অংশ ২৫০ গ্রাম,বিস্ফোরক দ্রব্য সদৃশ কাঁচের টুকরা ৪০গ্রাম,লাল রঙের দুটি স্বচ্ছ টেপ উদ্ধার করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত তরিকুল ইসলামকে পুলিশের সহায়তায় মামলায় গেস্খফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।