ভারত থেকে পেঁয়াজ আমদানী নিষিদ্ধ হওয়ার ২৩দিন আগে হঠাৎ করে পেঁয়াজ আমদানী বন্ধের ঘোষণায় জেলা ব্যাপী পড়েছে পেঁয়াজের দাম বাড়ার হিড়িক। এমনকি কোন কোন হাট বাজারে পেঁয়াজ ক্রয় বিক্রয় হয়ে গেছে। মাত্র ২৪ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে দ্ইু শ টাক কেজি। গতকাল পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ১০০ টাকা। আজ শনিবার সকালে পেঁয়াজের দাম ছিল ১০০/ ১৪০ টাকা কেজি। কিন্তু বেলা ১১টা বাজতে না বাজতে এক লাফে পেঁয়াজের দাম হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার চাঁপাইনবাবগঞ্জ শহর, বারঘরিয়া বাজার, গোমস্তাপুর উপজেলায় গোসমÍাপুর মোড়,রহনপুর পৌর এলাকার বিভিন্ন হাট বাজার, ভোলা হাট উপজেলার প্রায় ২০ ছোট বড় বাজারে, নাচোল উপজেলার বিভিন্ন হাট বাজারে ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজার সহ প্রায় শতাধিক হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে আজ শনিবার দুপুর থেকে হাটবাজার গুলোতে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে। খুচর পেঁয়াজ বিক্রেতারা শনিবার সকালে ২০০ কেজি দরে পেঁয়াজ বিক্রী করার সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা তাদের দামের তালিকা সহ ভাউচার দেখতে চাইলে তারা ভাউচার দেখাতে পারেনি। এ সময় জনগণের চাপ সৃষ্টি হলে পেঁয়াজের বস্তা নিয়ে বাজার থেকে গা ঢাকা দিয়েছে। বর্তমানে জেলা জুড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পেঁয়াজের বাজার দাম নিয়ে আলোচনার ঝড় উঠেছে। ফেসবুকে মনাকষা বাজার থেকে পেঁয়াজের দাম ২০০টাকা কেজি চাওয়ায় জনগ তাদেকে বাজার থেকে তাড়িয়েছে।গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জান্নাতুর ফেরদৌস শনিবার সকালে পেঁয়াজের বাজারগুলোতে গিয়ে ভাউচার ছাড়া পেঁয়াজের দাম বাড়ানো যাবে না বলে সতর্ক করে ব্যর্থ হয়েছে জানা গেছে। তবে শিবগঞ্জে এখনো কোন প্রশাসনিক কর্মকর্তা কোন পদক্ষেপ গ্রহন করেননি বলে সাধারণ জনগণের অভিযোগ। তবে সোনামসজিদ বন্দরে পানামা পোর্টের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন হঠাৎ করে পেঁয়াজের দাম কেন এত বাড়ালো তা বুঝতে পারছিনা। এটা বলতে পারবেন একমাত্র আমদানী –রপ্তানী কারকগণ।
তিনি আরো বলেন, আজও পেঁয়াজের ট্রাক সোনা মসজিদ দিয়ে প্রবেশকরেছে।অন্যদিকে আমদানী রপ্তানী গ্রæপের সভাপতি সাহাবুদ্দিন জানান আমার কাছে দিল্লী থেকে একটি চিঠি এসেছে তাতে উল্লেখ্য আছে যে আগামী মার্চ পর্যন্ত ভারত থেকে পেয়াঁজ রপ্তানী নিষ্দ্ধি স্থগিত করা হয়েছে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় গত বৃহস্পতিবার হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ রপ্তানী বন্ধ ঘোষনা করায় পেঁয়াজের দাম নিযে তুলকামাল শুরু হয়েছে।