চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ চারটি বাড়ীতে হামলা হামলা ভাঙচুরও ইট পাটকেল নিক্ষেপ এর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় এক জন আহত হয়।
৮ ডিসেম্বর সোমবার রাত ৯টার দিকে উপজেলার দুর্লভ দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার বাড়ীসহ ৪টি বাড়ীতে ৩০-৪০ জন হামলা চালায় তাদের বাধা দিলে বাবুল হোসেন নামের এক জন আহত হয়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, আমি শিবগঞ্জে অবস্থান করছিলাম বাড়ি ফেরার পথে শুনতে পেলাম আমার বাড়িরসহ আমার পাশের চারটি বাড়িতে নৌকা প্রতীকের সমর্থকরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে এবং আমার সমর্থককে মারধর করেছে । এঘটনায় আইনের আশ্রয় গ্রহণ করবে বলেও জানায় তিনি ।
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এ অভিযোগ অস্বীকার করেন
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনার পর থেকে সারারাত পুলিশ ঘটনা স্থলে আছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।