চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা রাশেদুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মঙ্গলবার বিকেল ৫টার মরহুমের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ছত্রাজিতপুর গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, বীরমুক্তিযোদ্ধা তরিকুল আলম, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।