মাত্র চারজন জববল দিয়ে দীর্ঘদিন যাবত জোড়া তালি দিয়ে চলছে শিবগঞ্জ প্রাণী সম্পদ অফিসের কাজ। শুন্য পদগুলি পুরণে সংশ্লিষ্ট অফিস এ পর্যন্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত কোন আবেদন করেন নাই।। তবে তারা মৌখিকভাবে জানিয়েছে বলে দাবী করছেন। সরজমিনে অফিস সুত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসে বিভিন্ন পদে জনবল সংখ্যা হলো ১১জন। পদগুলি হলো উপজেলা প্রাণী সম্পদ অফিসার পদে একজন, উপসহকারী প্রাণী সম্প্রসারণ পদে চার জন, প্রাণী স্বাস্থ্য পদে একজন,কৃত্রিম প্রজনন পদে একজন, অফিস সহকারী পদে একজন, ড্রেসার পদে একজন, অফিস সহায়ক পদে একজন। কর্মরত আছেন আছেন মাত্র চার দীর্ঘদিন যাবত শুন্য থাকা বাকী পদ গুলো হলো উপসহকারী প্রাণী সম্প্রসারণ পদে তিনজন,কৃত্রিম প্রজনন পদে একজন, অফিস সহকারী পদে একজন,ড্রেসার পদে একজন ও অফিস সহায়ক পদে একজন।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন জানান,বর্তমানে প্রাণী সম্পদ অফিসের বেহাল দশা। বৃহত্তম এক উপজেলার প্রাণী সম্পদ অফিসে মাত্র চার জন জনবল দিয়ে কাজ করা অসম্ভব।এমতাবস্থায় সেবা গ্রহিতারা প্রকৃত সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। এমনকি অসুস্থ গরু ছাগলের সঠিক চিকিতসা প্রদান করা সম্ভব হচ্ছে না। ড্রেসার ও অফিস সহায়ক পদে জনবল না থাকায় অফিস চত্বর অপরিস্কার থাকছে।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ অফিসার (ইউ এল ও) ডা: শাহাদাত হোসেন উক্ত অভিযোগগুলি অস্বীকার করে জানান জনবল সংকট থাকলেও সেবার ক্ষেত্রে কোন বিঘ্ন ঘটেনি। কোন অনিয়মও হয়নি। তবে জনবল সংকটের কারণে আমরা চার জনকে দ্বিগুন কাজ করে সেবার মান অক্ষুন্ন রেখেছি। তিনি বলেন, অবসরজনিত কারনে পদগুলি শুন্য হয়েছে। তিনি আরো বলেন এপর্যন্ত সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জনবল পুরনের কোন আবেদন করা হয়নি। তবে মৌখিক ভাবে ঢাকা প্রধান অফিসে বলেছি। অল্প কিছু দিনের মধ্যেই শুন্যপদ গুলি পুরনের আশ্বা দিয়েছেন।