চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুটি গ্রুপ অর্ধশতাধিক ককটেক বিস্ফোরণ ঘটিয়েছে।
সোমবার সকালে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর এলাকায় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।এতে কেউ হতাহত না হলেও এখনও ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মানুষের মধ্যে রয়েছে আতঙ্ক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাজ্জাদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার জন্য সোমবার সকালে মিরাটুলি বাবুপুর মোড় এলাকায় দুগ্রুপ ৪০ টি ককটেল বিস্ফোরণ।পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসিরা পালিয়ে যায়। এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।মামলার আসামি তালিকায় দুগ্রুপের ৪০-৪৫ জনের নাম থাকবে।