আমদানী রপ্তানী কার্যক্রমে রূপী ও টাকা ব্যবহারের মাধ্যমে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহীস্থ ভারতীয় সহরকারি হাই কমিশনার মনোজ কুমার। চাঁপাইনবাবগঞ্জ চেম্বর সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন্ত ঘোষ, ব্যবসায়ী মসিউল করিম বাবু, মাসুদ রানা, আখতারুল ইসলাম রিমন ।
সভায় ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ দু’ দেশের আমাদানী রপ্তানী কার্যক্রমে ভারতীয় রূপী ও বাংলাদেশী টাকা ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।