চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক-কৃষাণীদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও অনাবাদি পতিত জতি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক
পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের এই সব কৃষি উপকরণ দেয়া হয়।
কৃষি উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) সুনাইম বিন জামান, এসএপিপিও মোঃ সফিকুল ইসলাম, এসএএও গোলাম আজম কনক, মো. আজম আলী, মো নুর আমিন, মোঃ রয়েলসহ কৃষি অফিসের কর্মকর্তাগণ।
অনাবাদি পতিত জতি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের উপজেলার বিভিন্ন ইউনিয়নের নতুনভাবে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য ৩৫৯জন, পুণঃস্থাপনের জন্য ৪১০জন ও
মাচায় চাষাবাদের জন্য ১০জনকে সবজি বীজ ও ফলদ চারাসহ বিভিন্ন প্রকার কৃষি দেয়া হয়।