বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ ২য় পর্যায়ের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীরপানি সেচের জন্য খালে সংরক্ষণের লক্ষে বড়দাড়া ও ভূরভূরাখালপুন:খনন কাজের উদ্বোধন করাহয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৪ কোটি ২০ লাখটাকা ব্যয়ে এই ১১ কিলোমিটার খালপুন:খনন কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটিরসদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।
এ উপলক্ষে বড়দাড়াব্রীজসংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. গামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময়তি নিবলেন, খালটি পুন:খননহওয়ার পর কৃষির ১ হাজার হেক্টরজমি সেচের আওতায় আসবে। পাশপাশি সুবিধা পাবে পাঁচ হাজার কৃষক। এছাড়া ভূ-গর্ভস্থ পাািন ব্যবহারের চাপ কমানো, পরিবেশের উন্নয়ন, জীব বৈচিত্র রক্ষা ও আবাদযোগ্য জমিতে সেচের ব্যবস্থা করে তিন ফসলী জমিতে রুপান্তরিত হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, বিএমডিএ রাজশাহী সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যানশিউলী বেগম, সহকারীকমিশনার (ভূমি) জুবায়ের হোসেনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।