বঙ্গবন্ধু পরিষদ,শিবগঞ্জ পৌর শাখা কমিটির পুনর্গঠন উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
শনিবার বিকালে শিবগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে
বঙ্গবন্ধু পরিষদ পরিষদ পৌরশাখার আয়োজনে ও উপজেলা শাখার সহযোগিতায় পৌরশাখার সভাপতি আলহাজ্ব আকবর আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও বিনোদপুর মাদ্রাসার অধ্যক্ষে উমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ড.মোঃ তোসিকুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, অধ্যক্ষ শফিউদ্দীন বিশ্বাস। প্রধান অতিথি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন বঙ্গবন্ধু পরিষদ আমাদের অভিভাবক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সব সময় পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য যে আলেচনা সভায় শেষে পূর্ণগঠিত কমিটিকে সর্নসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।