শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দাম ও ফলন বেশী হওয়ায় শিবগঞ্জে স্ট্রবেরী চাষে ঝুঁকছে কৃষক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩১ মার্চ, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন

    দাম ও ফলন বেশী হওয়ায় শিবগঞ্জে স্ট্রবেরী চাষে ঝুঁকছে কৃষক

    দাম ও ফলন বেশী হওয়ায় শিবগঞ্জে দিন দিন স্ট্রবেরী ফল চাষে ঝুকছেন কৃষকরা। ২০১২সালে যখন মোট  চার হেক্টর জমিতে স্ট্রবেরী ফলের চাষ হয়েছিল সেখানে এ বছর আবাদ হযেছে  প্রায় সোয়া ১২০   হেক্টর জমিতে । কৃষকের সংখ্যা প্রায সোয়া চার শ জন কৃষক। কৃষি সম্প্রসারণ অফিস বলছেন অন্যান্য ফসলের চেয়ে ফলন ও দাম বেশী পাওয়ায় স্ট্রবেরী ফলের চাষে কৃষকরা ঝুঁকে পড়েছে। আগামীতে আরো বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। তাছাড়া শিবগঞ্জের উৎপাদিত স্ট্রবেরী অধিক সুস্বাদু। 

    সরেজমিনে গিয়ে জমিতে কাজ করা অবস্থায় কথা হয় দূর্লভপুর ইউনিয়নের পারকালূপুর মাঠে চল্লিশ রশিয়া গ্রামের আহাদ আলির সাথে। তিনি জানান চার বিঘা জমি বছরে বিঘা পদ্ধতি  ৬০ হাজার  দরে  বর্গা নিয়ে চার বছর আগে  স্ট্রবেরী ফলের আবাদ শুরু করি। প্রথম বছর লাভ কম হলেও পরে বছর থেকে ফলন বৃদ্ধি পাওযায় লাভও বেশী হয়েছে। এভাবেই প্রতিবছরই লাভের অংক বৃদ্ধি পাচ্ছে।এ বছর চার বিঘা জমিতে স্ট্রবেরী ফলের চাষ করে এ পর্যন্ত খরচ হয়েছে প্রায  ১০লাখ টাকা। স্ট্রবেরী বিক্রী করেছি প্রায়  ১৬লাখ টাকার। সামনে আরো প্রায় দেড় মাস ফলন হবে এবং আরো  প্রায় চার লাখ টাকার স্ট্রবেরী ফল বিক্রী করতে পারবো।  

    তিনি বলেন  জানুয়ারী মাসের দিকে এ ফলের দাম পেযেছি কেজি প্রতি ১২/১৩শ টাকা। বর্তমানে দাম পাচ্ছি  ২৫০/৩০০ টাকা।  তিনি আরো জানান সংগে সংগে পুরুষ ও মহিলা মিলে প্রায়  ১৬ জন জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। খরচ বাদে প্রায় নয় লাখ টাকা লাভ পাওয়া যাবে। শ্রমিক লালমোহাম্মদ, একবর আলি ও শামীম সহ প্রায় ১০জন   শ্রমিক জানান আমরা প্রায় ছয় মাস স্ট্রবেরী জমিতে কাজ করে দিন প্রতি  ৫শ টাকা উর্পাজন করতে পারি। তবে মহিলাদের ক্ষেত্রে পারিশ্রম কম ।পপিয়ারা বেগম জানান শুধু স্ট্রবেরী ফল উঠার সময় ব্যাগিং করার কাজ করি । প্রতিদিন প্রায় ছয় ঘন্টা কাজ করে  এক শ টাকা উর্পাজন করতে পারি। 

    একই কথা বললেন রহিমা খাতুন, জেসমিন খাতুন, সোহগী খাতুন সমিজা খাতুন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আতিয়া খাতুন, মাহামুদা খাতুন সহ ১০/১২জন নারী । তারা বলেন, সংসারের ও শিক্ষার কাজ বজায় রেখে এখানে ৪/৫ ঘন্টা  কাজ করি । তাতে একশ টাকা করে পাই। পাশবর্তী আবুল কাসেম জানান ১৫ কাঠা জমি বর্গা নিয়ে স্ট্রবেরী ফলের চাষ করেছি। নিজেই কাজ করি। তারপর লাভ খুব একটা বেশী হবে না। কারণ স্ট্রবেরী ফলের গাছে মাকড় পোকার আক্্রমণ ও অন্য একটি রোগে গাছ মরে যাওয়ায় হতাশা বোধ করছি। তবে খরচ বাদ দিয়ে এক লাখ টাকা লাভ হতে পারে। উপজেলায়  সবচেয়ে বেশী স্ট্রবেরী ফলের চাষ হওযা   

    দূর্লভপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার  রয়াল হোসেন জানান, দূর্লভপুর ইউনিয়নে মোট তিন শ কৃষক ৬০ হেক্টর জমিতে স্ট্রবেরী ফলের চাষ করেছে। প্রায় সবাই সফল হয়েছে। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভাধীন ঝাকসু পাড়া গ্রামের মৃত সাদেক আলির ছেলে  ও শিবগঞ্জ বাজারে মা জুয়েলার্সের মালিক আব্দুল করিম জানান পিঠালীতোলা মাঠে  ঈদগাহের পাশে তিনবিঘা জমি বছর প্রতি ১৮ হাজার দরে তিন বছরের জন্য  বর্গা নিয়ে স্ট্রবেরী ফলে চাষ করে প্রচুর  লাভবান হয়েছি।   তার খরচ বাদে প্রায় ১০ লাখ টাকা লাভ হয়েছে এবং আগামী একমাস ফল উঠবে বলে আশা করছি।। গত দুই বছরে বেশী লাভ হয়েছিল । তবে আমি স্বর্ণকারের কাজ করায় জমিতে থাকতে পাই না। তাই সবগুলো শ্রমিক  দিয়ে করাতে হয়। 

    সরেজমিনে গিয়ে দেখা গেছে  ১০/১২জন পুরুষা কামলা ও ৮/৯জন  শ্রমিক  জমি থেকে ফল উঠাচ্ছে এবং ৮/৯জন নারী শ্রমিক ফলগুলো ব্যাগিং করছে। পুরুশ শ্রমিকরা জানান আমরা বছরে প্রায় ছয় মাস প্রতিদিন পাঁচ শ টাকা হারে কাজ করি। অন্যদিকে নারী শ্রমিকরা জানান আমরা সংসারের কাজ বজায় রেখে প্রতিদিন  ৫/৬ ঘন্টা কাজ করি । বিনিময়ে দেড় শ টাকা করে পাই।  শিবগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার গোলাম আজম জানান পৌরসভার অধীনে বিভিন্ন মাঠে   ৩০জন কৃষক  পাঁচ হেক্টর জমিতে স্ট্রবেরী ফলের চাষ করে প্রায় সবাই সফল হয়েছে। তবে চেষ্টা চলছে এ ফলের চাষ আরো বেশী করার ।তবে  অনেকের মন্তব্য করেন নারী শ্রমিকের মুজরী বেশী হওযা প্রয়োজন। 

    এ বিষযে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান বলেন, এ বছর শিবগঞ্জের ছয়টি ইউনিয়নে একটি পৌরসভায়   ৪২৫ জন কৃষক  ১২০জমিতে স্ট্রবেরী ফলের চাষ করে সফল হয়েছে। শিবগঞ্জের  মাটি স্ট্র্রবেরী ফলের চাষ করার জন্য খুবই উপযোগী। ফলন বেশী ও খেতে খুব স্বাসাদু। এ ফলের চাষ করা খুবই লাভজনক । তাই কৃষকেরা দিন দিন বেশী ঝুঁকে পড়ছেন। যেমন এ বছর ফল উৎপাদনের  লক্ষামাত্রা ছিল  নয় হাজার মেট্রিক টন। কিন্তু এ পর্যন্ত  উৎপাদন   হয়েছে   ১২হাজার মেট্রিক টন। 

    তিনি আারো বলেন, আগামী বছর আরো চাষ বৃদ্ধি পাবে। কৃষি অফিসের পক্ষ থেকে প্রতিটি স্ট্রবেরী জমিতে গিয়ে উপসহকারী কৃষি অফিসারগণ দেখাশুনা ও কৃষকদের পরামর্শ দিতে আছে। তবে মাকর পোকার আক্রমণ নিয়ে আমরা ইতিমধ্যে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে ও এ ফলের উদ্যোক্তা ও রাবির শিক্ষক অধ্যাপক মুনজুর হোসেনের সাথে যোগাযোগ করেছি। কোন ফল হয়নি। তবে  কীটনাশক লিকার.৭মিলি নেম্রসিন এক গ্রাম, ভাইমেনসিন  ১মিলি  থ্রী অপসন০.৫মিলি রিভোসির গোল্ড তিনদিন পরপর ব্যবহার করার পরামর্শ  দিয়েছি। তাতে  মাকড় পোকর আক্রমণ থেকে অনেকটা রক্ষা পেয়েছে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ মার্চ, ২০২৪ ১১:০৭ পূর্বাহ্ন