চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে একটি বিদেশি অস্ত্র, ছয়
রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭ বোতল ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকার (৩০) নামে এক
যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দিজেন কর্মকারের
ছেলে। শনিবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাতে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় অভিযান
চালায় বিজিবির একটি টহল দল। এ সময় একটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩৭
ভারতীয় মদসহ প্রসেনজিৎ কর্মকারকে আটক করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.
কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি
মামলা হয়েছে।