দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৮ জন প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের স্থলে নতুন নিয়োজিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। অব্যাহতি দেওয়া প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রগুলো হল- ৩২, ১৪০, ১৪১, ১৪৪, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩ নম্বর কেন্দ্র। আগামীকাল মঙ্গলবার শিবগঞ্জ উপজেলার ১৬৬টি কেন্দ্র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শিবগঞ্জে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতঃ
দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার সকালে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৬৬টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন। তিনি জানান, ভোট গ্রহণের মালামাল পৌঁছানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে। তবে উপজেলার দুটি দূর্গম ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যালেটের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৭০২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।