ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৩০০ হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বুধবার উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিল্টন সিং, পিরোজপুর পৌরসভার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গন, ৬ নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের মেম্বর উপস্থিত ছিলেন। এছাড়া ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, নগর প্রতিবেশী উন্নয়ন কমিটির সদস্য বৃন্দ।
পিরোজপুর পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মোট ২ হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয় এবং ৬ নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবার ২০ কেজি করে চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম আয়োডিনযুক্ত লবণ পেয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহোদয় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ দিয়ে বলেন ওয়ার্ড ভিশন বাংলাদেশ একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যারা সরকারের পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেছে।