পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন , যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়িয়েছেন,। সিডর আইলা মতো প্রাকৃতিক দুর্যোগে সময় তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। যাদের ঘর ছিল না তিনি তাদের ঘর দিয়েছেন। মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমাদের একজন শেখ হাসিনা রয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদে শহীদ ওমর ফারুক মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দ প্রাপ্ত উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মাঝে এ ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ কালে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ মোরশেদ মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শ ম রেজাউল করিম (এমপি)। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন
এ সময় ৪০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ৪০ বান ঢেউটিন এবং প্রতি জনকে ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।