চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জারা জাবীন মাহবুব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম নয়ন খান, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন বক্তাজ