শিবগঞ্জ সীমান্তে বি এস এফের গুলিতে বাংলাদেশী একযুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান নিশ্চিত করেছেন। নিহত যুবক হলো জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা নিশি পাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে আব্দুল্লা(৩০) ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে দিকে(রবিবার দিবাগত রাতে( বাংলাদেশের ওহেদপুর ও জোহরপুর বিওপির মাঝামাঝিতে ১৬/৪এস পিলার নং থেকে প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যান্তরে।
ভারতের নুরপুর ক্যাম্পের বি এস এফ সদস্যরাএ ঘটনা ঘটায় বলে স্থানীয় কয়েকটি সূত্রে জানায়। তারা আরো জানায় আব্দুল্লা চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ছিল। সোমবার গভীর রাতে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের নূরপুর ক্যাম্পের বি এস এফ সদস্যরা টের পেয়ে গুলি করলে ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয় পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুল্লা নারায়নপুরের বাসিন্দা ছিল।নদী ভাঙ্গনের কারনে বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় কিছুদিন আগে দক্ষিণ পাঁকা নিশি পাড়ায় বাড়ি করেছে।তিনি আরো জানান আব্দুল্লা পেশায় শ্রমিক ছিল।এ ব্যাপারে বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ মনিরুজ্জামান বলেন,নিহতের স্ত্রীর নিকট হতে সংবাদ পেয়ে বিজিবির পক্ষ থেকে ঘটনাটি বিএস এফকে জানানো হয়েছে।