সরকার পতনের দিন থেকে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে। এমন পরিস্থিতিতে দুদিন বন্ধের পর গত বুধবার থেকে আবারো শুরু হয় আমদানি রপ্তানি কার্যক্রম। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এ বন্দরের কার্যক্রম। রোববার ও সোমবার দুপুর পর্যন্ত ২৩৬ পণ্যবাহী ভারতীয় ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। জানা যায়, ছাত্র আন্দোলনের কারণে বিক্ষোভের কারণে এ মাসের শুরু থেকেই সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কমে আসে। এদিকে গত ৫ আগস্ট সরকারের পতনের দিন পুরোপুরি বন্ধ হয়ে আমদানি রপ্তানি কার্যক্রম। এরপর দুদিন বন্ধ থাকার পর বুধবার থেকে আবারো আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশের পরিবেশ স্বাভাবিক না হওয়ায় ভয় আর আতঙ্কের মধ্যে রয়েছেন বন্দরের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট এমনকি ভারত থেকে আসা ট্রাক চালকরাও। সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ জানান, আমদানি রপ্তানিকারকরা বৈঠক করে কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পর বন্দরে আগের মত অবস্থা ফিরে আসছে। বন্দর এলাকায় কোন উত্তেজনা নেই। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, রোববার বন্দর দিয়ে আমদানি পণ্য নিয়ে ১৮৬ ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। সোমবার দুপুর পর্যন্ত আরো ৫০টি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করেছে। এসব ট্রাকে পাথর, পেঁয়াজ, ভুট্টা, ভূষি ও মরিচসহ বিভিন্ন পণ্য রয়েছে। তিনি আরো বলেন, বন্দরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, দুদিনে এসেছে ২৩৬ পণ্যবাহী ট্রাক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ অগাস্ট, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ন