চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসন ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, ইউপি চেয়ারম্যান আজম আলী ও রবিউল ইসলামসহ অন্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, উপজেলার সকল দপ্তরের সমন্বয়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী।