প্রায় ১০ বছর আগে নিখোঁজ হওয়া চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্টের নিরাপত্তা কর্মী মফিজ উদ্দীন (৪০) ফিরে পেতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্থানীয়রা। ১৭ আগস্ট শনিবার সকালে সোনামসজিদ জিরো পয়েন্টে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়। ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন,মফিজ উদ্দীনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ভাই হাফিজুর রহমান, আব্দুর রহমান,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেকসভাপতি নুরুল হক,আদিনা কলেজশাখার ছাত্রদলের ,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল করিম সোহরুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক বেনি আমিন নবিন ও স্থানীয় অনেকেই।
মানববন্ধবে মফিজের পরিবার ও স্থানীয়রা সবাই মফিজ উদ্দিনকে ফিরিয়ে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান উল্লেখ্য যে প্রায় ১০ বছর আগে র্যাব পরিচয়ে নিজ বাসা থেকে মফিজ উদ্দিন সহ পাঁচজনকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় র্যাবের দুটি পিকআপ মাইক্রোবাসটিকে পাহাড়া দিয়ে যায়। পরদিন মফিজ ছাড়া বাকি চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গত ১০ বছরেও মফিজের কোন খোঁজ পাওয়া যায়নি বলে তার পরিবারের দাবী।