নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ মাহমুদুল হকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তিনি ঢাকার এডিসি এল এ থাকাকালীন সময়ে বসুন্ধরা গ্রুপের অধিগ্রহণের টাকা প্রদানের জন্য কোটি কোটি টকা ঘুষ নেন এবং বসুন্ধরা আবাসিক এলাকায় নামে বেনামে কয়েকটি প্লট নিয়েছেন। নারায়ণগঞ্জ আসার পর বিভিন্ন কোম্পানির নামজারির অনুমোদন দিতে এলআরে টাকা বিভিন্ন লাইসেন্স নিতে টাকা এবং মেঘনা গ্রুপকে জমি অধিগ্রহণ করে মোহাম্মদপুর ইকবাল রোডে শশুড় বাড়ির নামে ৫০০০ বর্গফুটের ফ্লাট খরিদ করেন। তার খালু শশুড় মোস্তাকিম এর নামে ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেন। সর্বশেষ বিগত সরকারের আমলে নির্বাচন প্রচারের কারণে তহশিলদার কামাল সাময়িক বরখাস্ত হওয়ার পরে ও সরকার পতনের সাথে সাথে বিশাল অংকের ঘুষের বিনিময়ে আওয়ামী সরকারের দোসর তহশিলদার কামালকে নারায়ণগঞ্জ সদরে বদলি করে আনেন। তারপরও দুর্নীতিবাজ ডিসি এখনো বহাল তবিয়তে নারায়ণগঞ্জের মতো জায়গায় থাকে কোন ক্ষমতাবলে-এমন প্রশ্ন এখন সংশ্লিষ্ট মানুষের।
সূত্রমতে, দুর্নীতি করার সুবিধার জন্য তিনি নারায়ণগঞ্জের এডিসি জেনারেল, এডিসি রেভিনিউ এবং আরডিসি পোস্টিং করে নেন।