২০ সেপ্টেম্বর (শুক্রবার) রাত সাড়ে ৮টায় ভোলা প্রেসক্লাব হল রুমে আগামী ডিসেম্বরে ক্লাবের নির্বাচন নিয়ে, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুকের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আল আমিন শাহরিয়ার, মিজানুর রহমান, হারুন অর রশিদ, সোলাইমান, আশিকুর রহমান শান্তসহ অনেকে বক্তব্য রাখেন।
সভায়, গঠনতন্ত্র অনুযায়ী একটি সুষ্ঠ ও অংশগ্রহণ মূলক নির্বাচন আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। পরে উদ্ভুত পরিস্থিতিতে সকলের বক্তব্যে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ৪৭ জন সদস্যের মধ্যে ৩৭ জন সদস্যের মতামতে, সাংবাদিক হারুন অর রশিদকে-আহ্বায়ক, মোঃ সুলাইমানকে-যুগ্ম আহ্বায়ক ও মিজানুর রহমানকে-সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সাংবাদিক, সুশিল সমাজ, রাজনীতিবিধ, শিক্ষক, সামাজিক সংগঠনসহ ৯ শতাধীক ব্যক্তি ও প্রতিষ্ঠান শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।