পাাইকগাছার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে বুধবার উপজেলার কলেজ ও স্কুলের শিক্ষকদের সাথে এ মতবিনিময় করেন। সকাল ১১টায় অধ্যক্ষ শেখ ফারুক উদ্দিন এর সভাপতিত্বে সরদার আবু হোসেন কলেজ, দুপুর ১২ টায় প্রধান শিক্ষক শামীম হোসেন এর সভাপতিত্বে এস এম মাজেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, দুপুর ১ টায় প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় এবং ২ টায় প্রধান ভারপ্রাপ্ত অঞ্জলী রাণী শীল এর সভাপতিত্বে শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় করেন ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,বিএনপি নেতা প্রণব কান্তি মন্ডল, মাস্টার মজিবুর রহমান, মাস্টার বাবর আলী গোলদার,যুবনেতা হুরায়রা বাদশা, প্রভাষক মনিরুজ্জামান মনি, রায়হান পারভেজ টিপু, আবু হানিফ মিলন,শহিদুর রহমান, তৈয়েবুর রহমান, শামসুজ্জামান জামান, ওবায়দুল্লাহ সরদার, গাজী মুজিবুর রহমান,জামাল উদ্দীন, আসাদুজ্জামান মামুন, এসময় আরো শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আবু সালেহ ইকবাল, প্রভাষক আজিজুর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাস্টার শফিকুল ইসলাম।
পাইকগাছার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের সাথে বিএনপির সভাপতি মতবিনিময়
পাইকগাছা, খুলনা প্রতিনিধি
৭ নভেম্বর, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ন