রাজবাড়ী প্রতিনিধি; রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে একজন সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
তানভীর জেলা শহরের বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে সে রাজবাড়ীর পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরকে পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই সময়ই রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।