চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা আহত হয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এর প্রতিকার চেয়ে শিবগঞ্জ থানায় অভিযোগ করেছেন আহত বৃদ্ধার স্বামী।
আহত বৃদ্ধা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী মোসা. দুলিয়ারা বেগম(৪৮)।
অভিযুক্ত তাহামিনা বেগম(৫০), ছেলে বউ মেরিনা বেগম ও নাতনি রিপা খাতুন বলেন, আমরা দুলিয়ারাকে মারধর করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। তার সাথে আমাদের কিছু লেনদেন ছিল। এক পর্যায়ের তা পরিশোধও করে দিয়েছে। তার ঘর থেকে টাকা হারিয়ে গেলে আমাদের দায়ী করে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, মোবারকপুর ইউনিয়নের টিকোরী গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী মোসা. দুলিয়ারা বেগমকে মারধরের ঘটনায় একটি অফিযোগ পেয়েছি। অভিযোগটি এসআই খোকন চন্দ্র ভৌমিককে দেয়া আছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।