ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম তারকা নেইমার জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়ের সাক্ষী হলো সান্তোস। অবনমন-সংকটে থাকা ভাস্কো দা গামার কাছে ঘরের মাঠেই ০-৬ গোলে হেরেছে সান্তোস। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন নেইমার জুনিয়র।
এস্তাদিও উরবানো ক্যালদেইরায় ৫০ হাজারেরও বেশি সমর্থকের সামনে নেইমারদের এই লজ্জাজনক পরাজয় ইতিমধ্যেই আলোড়ন তুলেছে ব্রাজিলিয়ান ফুটবলে।
এ ঘটনার পরই কোচ ক্লেবার জাভিয়ারকে বিদায় জানায় সান্তোস কর্তৃপক্ষ। ব্যবস্থাপনা পরিচালক আলেক্সান্দ্রে ম্যাটোস ভক্তদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান দলের বিপর্যয়কর পারফরম্যান্সের জন্য। তবু রাগ ঝরেনি সমর্থকদের।
মঙ্গলবার অনুশীলন মাঠ ঘিরে বিক্ষোভ দেখান সান্তোস সমর্থকেরা। অনুশীলনে যোগ দিতে আসা খেলোয়াড়দের সামনে গিয়ে তারা সরাসরি ক্ষোভ উগড়ে দেন। এর মধ্যে সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন নেইমার।
একজন ক্ষুব্ধ সমর্থক সরাসরি নেইমারকে উদ্দেশ করে বলেন, ‘আজ (প্রশিক্ষণ মাঠে অনুপ্রবেশ) যা হয়েছে এটা কিছুই না! আসলে তোমাদের একটা করে চড় মারা উচিত!’ আগেই বিক্ষোভের আশঙ্কা করে ক্লাব কর্তৃপক্ষ অনুশীলন মাঠে পুলিশের উপস্থিতি বাড়িয়েছিল।
সোমবার ছুটির পর মঙ্গলবার থেকেই পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করেছিল দল। ঠিক সেই সময়েই বিক্ষুব্ধ সমর্থকদের মুখোমুখি হতে হয় খেলোয়াড়দের।