নেদারল্যান্ডস ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। বুধবার সকালে ঢাকায় পৌঁছায় স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচ দল।
আজ দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে নেদারল্যান্ডস দল উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশে। সিরিজের সব কটি ম্যাচই হবে সেখানেই।
এই সিরিজটি আইসিসির মূল ভবিষ্যৎ সফর সূচির বাইরে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত এটি বাংলাদেশের দলের এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।
নেদারল্যান্ডসের এটি তৃতীয় বাংলাদেশ সফর। তবে আগের দু’টি সফর দ্বিপাক্ষিক সিরিজের ছিল না। ২০১১ সালের বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে খেলেছে, আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এখানে সাতটি ম্যাচ খেললেও কোনোটি বাংলাদেশের বিপক্ষে ছিল না।
টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে। তার মধ্যে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয় তাদের ঘরের মাঠে ২০১২ সালে।
৩০ আগস্ট বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।