স্থানীয় জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে। এ কারণে আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসে পুরোপুরি নীরবতা বিরাজ করছে। সাধারণত শিক্ষার্থীদের কোলাহলপূর্ণ এলাকাগুলো এখন ফাঁকা, কেউ দেখা মেলেনি।
এর আগে টনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাটহাজারী উপজেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। সেনাবাহিনীর সদস্যরা শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষ থামেনি পুরোপুরি। আহত হয়েছেন অন্তত ২২০ জন, যার প্রায় ২০০ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন করছে তারা। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) থেকে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু কাওছার মোহাম্মদ হোসেন জানান, সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তা সংকটের কারণে উদ্বিগ্ন। প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ ও পরিস্থিতি স্বাভাবিক করার আশায় তারা রয়েছেন।