চলছে এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব, অংশ নিচ্ছে সরাসরি খেলা ৮ ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা ৪ টি সহ মোট ১২ টি দল। আজ বিশ্বকাপে মাঠে গড়াবে দুইটি ম্যাচ, সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে যেতে আজ মাঠে নামবে নিউজিল্যান্ড, দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল স্কটল্যান্ড। ২ ম্যাচ খেলে ১ টি করে জয় ও পরাজয় নামের পাশে কিউইদের, দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বিকেল ৪ টায়।গ্রুপের মুল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে সেমিফাইনালের সম্ভাবনা নিজেরাই কঠিন করে ফেলেছে ভারত, শেষ ৩ ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। সেমিফাইনালে লড়াইয়ে আছে আফগানরাও, আবুধাবিতে কঠিন এই লড়াইয়ে ম্যাচটি শুরু রাত ৮ টায়।
ম্যাচ গুলো সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি) ও টি-স্পোর্টসে। অনলাইনে দেখা যাবে র্যাবিটহোলবিডি, মাই জিপি অ্যাপ ও বায়োস্কোপে।
বিশ্বকাপে ১৮তম দিনের খেলা:
নিউজিল্যান্ড ও স্কটল্যান্ড (বিকেল ৪ টা)
ভারত ও আফগানিস্তান (রাত ৮ টা)
ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবিতে।