কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বেলংকা ইছাপশর গ্রামে অনুষ্টিত ৩দিনব্যাপী ইসলাহী ইজতেমা আগামীকাল রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এর আহবানে ইসলাহী ইজতেমা গতকাল শুক্রবার জুমআর নামাজের আগে হুজুরের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে।আজ শনিবার দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগন ইজতিমার মাঠে বয়ান পেশ করার কথা রয়েছে।
৪,৫,ও ৬ মার্চ ২২,শুক্র, শনি ও রবিবার ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমার এই সময়সূচি অনুযায়ী শুক্রবার উদ্ভোধনী বয়ান ও জুুুমআর নামাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধিমূলক ইজতেমা শুরু হয়েছে যা আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দেশবাসীর পরম আরাধ্যের আল্লাহপ্রেমীদের এই তিনদিনের মিলনমেলা।
এর আগে মাওলানা সদরুদ্দীন মাকনুন গণমাধ্যমকে বলেন, ১৮, ১৯, ২০ ফেব্রুয়ারি তারিখে ইসলাহী ইজতেমাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত: তারিখ পরিবর্তন করে নতুন তারিখ অনুযায়ী ৪ মার্চ শুক্রবার উদ্ভোধনী বয়ান ও জুুুমআর নামাজের মধ্য দিয়ে আত্মশুদ্ধিমূলক ইজতেমা শুরু হয়ে ৬ মার্চ রবিবারে শেষ হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকার ইসলাহী ইজতেমায় দেশ-বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিন দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কুরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দুরুদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা। ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করবেন, শাইখুল ইসলাম ফরীদ উদ্দীন মাসঊদ।