শেষ হলো কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ২০২২-২৩ এর নির্বাচনে সভাপতি পদে মিয়া মোঃ ফেরদৌস ২৮৫ ভোট পেয়েছে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপি শাহ আজিজুল হক পেয়েছেন ২৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ২২১ ভোট।
গত রোবার (৬ মার্চ) দিনব্যাপী নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এস.এম মাহবুবুর রহমান দিবাগত রাতে এ ফলাফল ঘোষণা করেন। অপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি শরফুদ্দিন ভূঁইয়া সবুজ ও মুফতী মোঃ জাকির খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক দৌলত ও মোঃ হাবিবুল হক ভূঞা রিপন, লাইব্রেরী সম্পাদক তানভীর হাসান রানা, সাংস্কৃতিক সম্পাদক এ.এম সাজ্জাদুল হক, অডিটর পদে খন্দকার সাজবীন সুলতানা, সদস্য পদে মোঃ হাফিজ উদ্দিন, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া (রাজন), সুদীপ্ত সাহা দীপ, সাজ্জাদুল হক ভূঞা ও মোঃ সুলতান উদ্দিন ভূঞা।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ.বি.এম লুৎফর রাশিদ রানা, কামরুল ইসলাম বাবু, শেখ ফারুক আহম্মেদ ও সারোয়ার আলম।