'টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এই প্রতিপাদ্যকে ধারন করে কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) সকাল দশটায় অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক যৌথভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীনের সভাপতিত্বে উক্ত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার।
মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক নাসরিন আক্তারের সঞ্চালনায় আলোচনাসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী উদ্যোক্তাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে মিলিত হয়।