রেস্ট্ররেন্ট দিয়েছেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। গাজীপুররের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ উত্তরে তেলিপাড়া গেলে হাতের বাম পাশে পড়বে রেস্টুরেন্ট ‘ফারিশতা’। রমজানে শুরু হওয়া রেস্টুরেন্টটিতে এরইমধ্যে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার বিকেলে ফারিশতায় দেখা গেছে ইফতারসামগ্রী কিনতে আসা ক্রেতাদের ভিড়। পুরো রেস্টুরেন্ট জুড়েই চলছে আধুনিক সাজসজ্জা।
গত সোমবার নিজে ফারিশতায় উপস্থিত থেকে ইফতারসামগ্রী বিক্রি করেন রেস্টুরেন্টটির মালিক গাজীপুরের বধূ মাহি। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে ইফতার কিনতে ফারিশতায় ভিড় বাড়তে থাকে দুপুরের পর থেকেই। রেস্টুরেন্ট ঘুরে দেখা গেছে, ছয় হাজার বর্গফুটের বেশি আয়তনের তিনতলা ভবনটিতে সাজসজ্জার কাজ চলছে জোরেশোরে। রেস্টুরেন্টটিতে থাকবে দেশি-বিদেশি নানা খাবার। রুফটপে থাকবে আড্ডার ব্যবস্থা।
নায়িকা মাহি জানান, ঈদুল ফিতরের আগে রেস্টুরেন্ট চালুর পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলেন। ফারিশতা নামটিও তিনি ঠিক করেছেন। ইতোমধ্যে প্রসিদ্ধ শেফ নিয়োগ দিয়েছেন। হঠাৎ চিন্তুা হলো প্রথম রোজা থেকে ইফতারসামগ্রী বিক্রি শুরু করবেন। শুরুও করেছেন। ইফতারের প্রতিটি আইটেমই সুস্বাদু এবং চমকপ্রদ। সাড়াও পাচ্ছেন ভালো। সব ঠিক থাকলে ঈদের আগে চাঁদরাতে উদ্বোধন হবে ফারিশতার। শুরু থেকেই বিক্রি আশাতীত ভালো হচ্ছে এবং ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়ছে বলে জানালেন মাহির স্বামী রকিব সরকার।
ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিয়ের পর চলচ্চিত্রে মাহিকে তেমন আর দেখা যাচ্ছে না। শুধু বিয়ের আগের চুক্তিবদ্ধ ছবিগুলোর কাজ সারছেন। ব্যবসা প্রসঙ্গে মাহি বলেন, ‘হঠাৎই মন হলো নতুন কিছু একটা করি। ভাবলাম রেস্টুরেন্ট করি। রাকিবও সায় দিল। ব্যস, শুরু করে দিলাম। ’ মাহি আরো বলেন, খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করবেন না। রোজার শুরুতে হরেক রকমের ইফতার বিক্রি মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন। আর ফারিশতা নামটি তার খুব পছন্দের।
গেল সোমবার রেস্টুরেন্টে ইফতারি বিক্রির সময় ফেসবুক লাইভে এসে সকলের কাছে দোয়া চান মাহি। এ সময় তার সঙ্গে স্বামী রকিব সরকারও ছিলেন। স্ত্রীর ব্যবসা নিয়ে নিজেও বেশ উৎফুল্ল রাবিক সরকার।