শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হালুয়াঘাট আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং, সম্পাদক খায়রুল আলম

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩১ মে, ২০২২ ১১:৫৭ অপরাহ্ন

     হালুয়াঘাট আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং, সম্পাদক খায়রুল আলম

    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র সুযোগ্য সন্তান ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা। নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আবদুর রশিদ, আবুল কালাম আজাদ, মোরশেদ আনোয়ার খোকন, আলহাজ্ব এম.এ সুরুজ মিঞা, সন্মানিত সদস্য ফারুক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ।

    মঙ্গলবার (৩১মে) দুপুরে উপজেলার কচুন্দরার প্রমোদ মানকিন অডিটরিয়াম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে দুইটি পর্বে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবদুর রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-গঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ ৮ সদস্য বিশিষ্ট আংশিক ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

    সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সন্মানিত সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

    প্রধান বক্তা হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ফারুক আহমেদ খান, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহাম্মেদ চৌধুরী মিরন, বিজ্ঞান ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর সিদ্দিক, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা তাসলিমা বেগম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর