এক বাড়িতে, একই ছাদের নিচে বসবাস করলেও দেড় মাসের মত হলো ওমর সানী ও মৌসুমী দম্পতির কথাবার্তা বা দেখা-সাক্ষাৎ হয় না বলে জানা গেছে। এ বিষয়ে ওমর সানী জানান, একই ছাদের নিচে বসবাস করেও গত দেড় মাসের ওপর হয়ে গেছে আমাদের ফোনেও যোগাযোগ নেই। একই বাড়িতে আছি। চেষ্টায় আছি। তাকে আমি সম্মান করেই কথা বলব, কারণ সে আমার সন্তানের মা, আমার স্ত্রী। তাই এর চেয়ে বেশি কথা বলতে আমি পারব না।
ওমর সানী আরও বলেন, ‘=আমি অত্যন্ত শ্রদ্ধা করি আমার পরিবারকে। ২৭ বছর ধরে শ্রদ্ধা করে এসেছি এবং বাংলাদেশের মানুষও জানে। আমার দুর্ভাগ্য, ২৭ বছর পরে এসে আমার শ্রদ্ধার জায়গাটায় কী গুনাহ করলাম, তা জানি না। যা–ই হোক, আল্লাহ মহান, আমি যে কথাগুলো জায়েদ খান সম্পর্কে বলেছি, আমি বারবার একটা কথাই বলেছি, আমার এবং আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে। আমার পরিবারের পাঁচজন সদস্য—আমি, মৌসুমী, আমার ছেলে ফারদিন, বউমা আয়েশা, মেয়ে ফাইজাসহ আরও লোকজন আছে। তারা স্ট্যান্ডবাই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আমার আত্মীয়স্বজন আছে। সবাই আছে। এ ব্যাপারে আমার যা বলার বলে ফেলেছি।’