জায়েদ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনায় আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী। উদ্ভুত পরিস্থিতিতে বিভিন্ন মহলের নানা সমালোচনার মুখে পড়ে কঠিন বাস্তবতা পার করছেন তিনি।
সেই বাস্তবতারই কথা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টার পর ফেসবুকে নিজের তিনটি ছবি পোস্ট করেছেন মৌসুমী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কঠিন বাস্তবতা অতিক্রম মানে হচ্ছে, স্বপ্নকে ছুঁয়ে দেওয়া।’ তার সেই পোস্টে ‘কঠিন বাস্তবতা’ নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন নেটিজেনরা।
ব্যক্তিজীবনে সুখী দম্পতি হিসেবেই ওমর সানী ও মৌসুমীর খ্যাতি রয়েছে। শোবিজ তারকাদের সংসার ভাঙার হিড়িকে ‘সুখী দাম্পত্যের’ তারা এক অনন্য উদাহরণ। বছরখানেক আগে ছেলেকে বিয়ে করিয়ে ঘরে পুত্রবধূ এনেছেন।

কয়েকদিন আগে মৌসুমীকে বিরক্ত করা ও তার সংসার ভাঙার চেষ্টাসহ জায়েদ খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন ওমর সানী। তিনি এখনও তার অভিযোগে অনড়। তারকা দম্পতির ব্যক্তিজীবনের বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হয় তুমুল আলোচনা। বলা চলে, ওমর সানী-মৌসুমী-জায়েদ খানের ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।