চারুশিল্পী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের উপস্থিতিতে জমে ওঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদশর্নী ২০২২। আজ ২ জানুয়ারি ২০২৩, বিকেল ৫ টায় ১৯ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদশর্নী ২০২২ পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এর সহধর্মিনী বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর পরিচালক ড. সোহেলা আক্তার। অনান্য মন্ত্রণালয়ের মধ্যে ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সহধর্মীনি, পরিকল্পনা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মিনীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহধর্মিনীরা। এছাড়াও ছিলেন সম্মানিত এ্যাটর্নি জেনারেল মহোদয়ের সহধর্মিনী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. আবুল মনসুর এর সহধর্মিনী ইডেন কলেজের অধ্যাপক প্রফেসর মঞ্জু আরা।
আগত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ। প্রদর্শনী ঘুরে আয়োজনের ব্যাপকতা নিয়ে অভিব্যাক্তি জানান আগত অতিথিরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আায়োজনে ১১৪ দেশে অংশগ্রহণে গত ৮ ডিসেম্বর ২০২২ থেকে মাসব্যাপী চলছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদশর্নী- ২০২২ । চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।