অপেক্ষার পালা শেষ হলো। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার ৬ টি টিভি চ্যানেলে প্রচার হবে জনপ্রিয় সিরিজ ‘স্বর্ণমানব ৫ -মাই সেকেন্ড হোম’।
সময়সূচি-আরটিভি (বেলা ২:১৫), বাংলাভিশন (বিকেল ৪:৩০), চ্যানেল আই (বিকেল ৫:৩০), এনটিভি (রাত ৯:৩০), বৈশাখী (রাত ১০ টা) ও দীপ্ত (রাত ১১:৩০)। প্রতিবছর আন্তর্জাতিক কাস্টমস দিবসে এটি প্রচারিত হয়।
এবারের থিম নেয়া হয়েছে কানাডায় সেকেন্ড হোম করা নিয়ে। দেশের সম্পদ পাচার করে বিপদ ডেকে আনার একটি মানবিক গল্প দর্শকদের অনুভুতিকে স্পর্শ করবে।